সাবেক ইউপি সদস্যর বাড়িতে মিললো খাঁচাবন্দি মেছো বাঘ
পটুয়াখালীতে সাবেক ইউপি সদস্যর বাড়ি থেকে খাঁচায় বন্দি এক মেছো বাঘ বাচ্চাসহ উদ্ধার করে গলাচিপার মাঝের চর নামের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গলাচিপা উপজেলা প্রশাসন, বনবিভাগ ও প্রাণী কল্যাণ সংগঠনের সদস্যরা অভিযান চালিয়ে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী বাদুরা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল বারেকের বাড়ি থেকে মেছো বাঘটি উদ্ধার করেন।
আরও পড়ুন: জবাই থেকে রক্ষা পেলো ২০০ বছর বয়সী কচ্ছপ, নদীতে অবমুক্ত
এসময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল ও রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনসহ অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য সোহেল হোসেন রাসেল, আলবার্ট নাইম, আহসান হাওলাদার ও বন স্টাফ নাইম খান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, বন্যপ্রাণী হত্যা না করে স্থানীয় প্রশাসন ও বনবিভাগকে তথ্য দিন। বন্য প্রাণী সংরক্ষণে আইন রয়েছে। কোথাও কোনো বন্য প্রাণী আটক করে তা লালন পালন না কারাও আহ্বান জানান তিনি।
এসময় মোছো বাঘকে খাঁচায় বন্দি করে রাখার তথ্যদাতাকে এক হাজার টাকা পুরস্কার দেন ইউএনও।
আব্দুস সালাম আরিফ/জেএস/এমএস