নোয়াখালী-১
জাতীয় পার্টির লাঙ্গল চান আওয়ামী লীগ নেতা মোজাম্মেল
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন (লাঙ্গল) চেয়ে ফরম কিনেছেন আওয়ামী লীগ নেতা মোজাহেদ হোসেন ওরফে কিং মোজাম্মেল। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
শনিবার (২৫ নভেম্বর) রাতে জাতীয় পার্টি থেকে সংগ্রহ করা মোজাহেদ হোসেনের মনোনয়নপত্রের ছবি ফেসবুকে ভাইরাল হয়। এতে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, জেলা আওয়ামী লীগ নেতা মোজাহেদ হোসেন ওরফে কিং মোজাম্মেল বর্তমানে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং নোয়াখালী-১ আসনের বর্তমান সংসদ সদস্য এইচএম ইব্রাহীমের কাছের লোক হিসেবে পরিচিত। তিনি হঠাৎ করে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জাতীয় পার্টি সূত্র জানায়, শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোজাহেদ হোসেন। তিনি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের আনোয়ার উল্যাহর ছেলে। মনোনয়ন ফরমে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডসহ দরিদ্রদের দান করে আসছেন বলে উল্লেখ করেছেন। তবে এতে জাতীয় পার্টির কোনো পদ-পদবি উল্লেখ করেননি।
নোয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এটিএম ফজলুল করিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, রোববার (২৬ নভেম্বর) সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালী-১ আসনের কিং মোজাম্মেলসহ আমরা পাঁচজন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার দিয়েছি। তবে আওয়ামী লীগ নেতা কিং মোজাম্মেল হঠাৎ কেন জাতীয় পার্টির মনোনয়ন চান তা আমার বোধগম্য নয়।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মোজাহেদ হোসেন প্রকাশ কিং মোজাম্মেল জাগো নিউজকে বলেন, এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। তবে পরশু মঙ্গলবার (২৮ নভেম্বর) এ বিষয়টি খোলাসা করবো।
ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস