খেলার সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইল পৌর শহরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাগমারা পন্ডিত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আব্দুল ওহাবের মেয়ে ওয়াছেনাথ (৫) এবং জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম সরকার বলেন, নিহত ওই দুই শিশু সকালে উঠানে খেলা করছিল। এক পর্যায়ে তারা পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর জানাজা শেষে কাগমারা কবরস্থানে তাদের দাফন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূইয়া জানান, হাসপাতালে শিশু দুইটিকে নিয়ে এলেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েই পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছেন।
আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম