পঞ্চগড়ে আ. লীগ ৩, বিদ্রোহী ৩
পঞ্চগড়ের বোদা উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ৩ জন এবং আ. লীগের ৩ বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার পর বেসরকারিভাবে এসব ফলাফল জানা যায়।
বোদা সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন প্রধান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বক্কর ছিদ্দিক।
চন্দনবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মমতাজুল করিম জাহাঙ্গীর।
সাকোয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন।
পাঁচপীর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবির প্রধান চেয়ারম্যান হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী খয়রুল আলম খান।
ঝলই শালশিরি ইউনিয়নে আওয়ামী লীগ আবুল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো. সফিকুল আলম।
এছাড়া বেংহারি বনগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ আবু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মো. আলতাফ হোসেন।
সফিকুল/এমএএস/আরআইপি