হবিগঞ্জের ২ আসনে নৌকার নতুন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২৭ নভেম্বর ২০২৩
অ্যাডভোকেট মাহবুব আলী, অ্যাডভোকেট আবু জাহির, ডা. মুশফিক হুসেন চৌধুরী, ময়েজ উদ্দিন শরীফ রুয়েল

হবিগঞ্জের চারটি আসনের দুটিতেই নতুন মুখ এসেছে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

প্রার্থীদের ছড়াছড়িতে সব জল্পনা কল্পনা শেষে রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের ঘোষিত মনোনয়ন তালিকায় নতুন দুই মনোনয়ন প্রত্যাশী নিজেদের জায়গা করে নিয়েছেন।

তারা হলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরী ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সাবেক ছাত্রলীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

অপর দুটির মধ্যে হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বর্তমান সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, দুটি আসনে এবার প্রার্থী পরিবর্তন হয়েছে। তবে প্রার্থী যেই হোক আমরা সবাই নৌকার পক্ষে ঐক্যবদ্ধ। এবারো জেলার চারটি আসনেই আমরা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিতে পারবো।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।