পরিবর্তন নেই নাটোরে, ৪ আসনেই থাকছেন বর্তমানরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নাটোরের চার আসনে আবারো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চার সংসদ সদস্য। এ খবরে এলাকায় উল্লাস করেছেন কর্মী-সমর্থকরা।

রোববার (২৬ নভম্বের) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের সহ-সভাপতি ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকার মনোনয়ন পেয়েছেন।

এরমধ্যে জুনাইদ আহমেদ পলক টানা চারবার, টানা তৃতীয়বারের মতো শফিকুল ইসলাম শিমুল, টানা তৃতীয়বার শহিদুল ইসলাম বকুল এবং টানা দ্বিতীয়বার নৌকা পেলেন সিদ্দিুকুর রহমান।

এদিকে মনোনয়ন ঘোষণার পর নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। একইসঙ্গে মিষ্টি বিতরণ করতেও দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। এছাড়া প্রতীক বরাদ্দের তারিখ থেকে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ভোটের মাঠে প্রচারণা চালাবেন। ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

রেজাউল করিম রেজা/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।