নন্দীগ্রামে যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ নভেম্বর) রাতে উপজেলার বীরপলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুর রাজ্জাক ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতাকর্মী আটক

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, হরতাল-অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৯ নভেম্বর ট্রাকচালক ফয়সাল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। সেই মামলায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।