হবিগঞ্জে পল্লি চিকিৎসক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

হবিগঞ্জের মাধবপুরে পল্লি চিকিৎসক হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের জিয়া উদ্দিনের ছেলে সালাউদ্দিন, তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।

jagonews24

অন্যদিকে নিহতের নাম আফজালুর রহমান ওই উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি পল্লি চিকিৎসক ছিলেন।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। রায়ে আমরা সন্তুষ্ট।

মামলার বিবরণে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল পল্লি চিকিৎসক আফজালুর রহমানের। এর জের ধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রিজ এলাকায় আফজালুরকে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরদিন নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে পাঁচ আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।