খাগড়াছড়িতে এবারও লাঙল নিয়ে লড়বেন সোলায়মান আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২৮ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মুজিবুল হক চুন্নুু।

এরআগে দশম ও একাদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনেও খাগড়াছড়ি আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীকে প্রতিদ্বন্ধিতা করেন সোলায়মান আলম শেঠ।

সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার ৩৪০ ভোট পেয়ে জামানত হারান তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছিলেন দুই লাখ ৩৬ হাজার ১১৫ ভোট।

তারআগে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ছয় হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছিলেন জাতীয় পার্টির এ নেতা।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।