কিশোরগঞ্জ-৩

এমপি হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন করিমগঞ্জের আওলাদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ।

সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তিনি ওই পদত্যাগপত্র জমা দেন। নাসিরুল ইসলাম খান আওলাদ কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

বিষয়টি নাসিরুল ইসলাম খান আওলাদ নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়েছি। সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতেই নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। কিশোরগঞ্জ-৩ আসনে দলীয় নেতাকর্মীদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে। দল এ আসনে নৌকা দিয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে এই আসনটি মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল।

জানা গেছে, নাসিরুল ইসলাম খান আওলাদ গত নির্বাচনে করিমগঞ্জ উপজেলা পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। টানা ২২ বছর ধরে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বীর মুক্তিযোদ্ধা নাসিরুল ইসলাম খান।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। তবে তা পরিবর্তন করে মহাজোটের প্রার্থী হিসেবে বর্তমান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি চলে যায় জাতীয় পার্টির দখলে।

এবার জাতীয় পার্টি আলাদা নির্বাচন করায় দীর্ঘদিন পর এ আসনে নৌকার প্রার্থী দেওয়া হলো।

এসকে রাসেল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।