অবরোধে স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ছাড়ছে দূরপাল্লার বাস
অবরোধ কর্মসূচিতেও স্বাভাবিক রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সবধরনের যানচলাচল। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। অন্যান্য দিনের মতোই যাত্রীদের চাপ রয়েছে মহাসড়কে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

পেশায় একজন ব্যবসায়ী ইব্রাহিম হোসেন। তিনি জাগো নিউজকে বলেন, ‘ব্যবসায়িক কাজে ফেনী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তবে মহাসড়কে সবধরনের দূরপাল্লার বাস দেখে অবরোধের ভয় চলে গেছে। আশা করছি নিরাপদেই গন্তব্যস্থলে যেতে পারবো।’
সুস্ময় পাল নামের এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বের হয়েছিলাম। ভেবেছিলাম অবরোধ থাকায় রাস্তা ফাঁকা থাকবে। তাই গন্তব্যস্থলে তাড়াতাড়ি যেতে পারবো। মহাসড়কে এসে দেখি বিপরীত চিত্র। অন্যান্য দিনের তুলনায় আজ বিভিন্ন মোড়ে মোড়ে যানবাহনের জটলা রয়েছে। ফলে কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও কিছুক্ষণ পরই যানজট থাকছে না।’

আমিনুল ইসলাম নামের এক বাসচালক জাগো নিউজকে বলেন, গাড়ি চালালেও মনে একধরনের আতঙ্ক কাজ করছে। কারণ রাত হলেই বিভিন্ন বাসে আগুন ধরিয়ে দেওয়ার খবর শুনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সকাল থেকে এখন পর্যন্ত মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। অন্যান্য দিনের মতো যানচলাচল স্বাভাবিক রয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/জিকেএস