নোয়াখালীতে ওবায়দুল কাদেরের মনোনয়নপত্র দাখিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান উপস্থিত ছিলেন।
অন্যদিকে সকালে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এ নির্বাচনে অনেক ভোট পড়বে: পররাষ্ট্রমন্ত্রী
ওবায়দুল কাদের ২০০৮ সাল থেকে নোয়াখালী-৫ আসনে টানা তিনবারের সংসদ সদস্য। এর আগে তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি যুব ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক ছাড়াও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
আসনটিতে স্বাধীনতা পরবর্তী ওবায়দুল কাদেরের সঙ্গে জাতীয় পার্টি এবং বিএনপির হয়ে একাধিকবার ভোট যুদ্ধে অংশ নিতেন বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত ২০১৮ সালের নির্বাচনেও দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু বিগত ২০২১ সালের ১৬ মার্চ ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা যান।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস