নারায়ণগঞ্জে পাটমন্ত্রী
নির্বাচন শতভাগ ফ্রি ফেয়ার হবে
নির্বাচন শতভাগ ফ্রি ফেয়ার হবে। আমরা কোনো দুই নম্বর কাজ করবো না। সিল মারবো না, ফলস ভোট দেবো না। মানুষ যার যার মতো আসবে এবং ভোট দেবে। নির্বাচনে কোনো অস্বাভাবিক কাজ হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রূপগঞ্জে উপজেলা নির্বাচন কমিশনের অফিসে মনোনয়ন জমা দিয়ে তিনি এ মন্তব্য করেন। এদিন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, কোনো সমস্যা সৃষ্টি করা যাবে না। ফ্রি ফেয়ার নির্বাচন হবে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন তোমরা কেউ যদি বাজে কিছু করো তাহলে বহিষ্কার করা হবে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। যদি ৩০ শতাংশের বেশি ভোটার ভোট দেয় তাহলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বে নিয়ে যাবেন আমাদের। আরও উন্নয়ন আসবে। উন্নয়ন চলমান, এটা বেড়ে আরও কাজ হবে। উন্নয়নের শেষ নেই। এটা ধরে রাখতে পারলেই ২০৪১ সালে আমরা উন্নত হতে পারবো। আমি আমার শতভাগ দিয়ে জনগণের জন্য কাজ করেছি। আমি অসুস্থ ছাড়া সব দিন রূপগঞ্জে অবস্থান নিয়েছি। আমি ৯৫ শতাংশ উন্নয়ন করে ফেলেছি।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস