মনোনয়নপত্র জমা দিয়েই নৌকায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগাড়ছড়ি
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ পার্বত্য খাগড়াছড়ি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফের্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র দাখিল শেষে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এক সময় পিছিয়ে পড়া জেলা খাগাড়ছড়ি আজ উন্নয়নের মূলস্রোতে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে পিছিয়ে পড়া খাগাড়ছড়িতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। খাগড়াছড়ির উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ জব্বার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মো. মাইন উদ্দিনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।