বানিয়াচং থেকে মাদরাসাছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:৩৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

এবার হবিগঞ্জের বানিয়াচং থেকে এক শিশু মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়েছেন তার মাসহ ভাই-বোনেরা।

পরিবারের সদস্যরা তাকে হন্যে হয়ে খুঁজছেন। অপরিচিত কাউকে দেখলেই জানতে চান সন্তানের সন্ধান। এ ঘটনায় মাদরাসায় শিশুদের মাঝেও বিরাজ করছে আতঙ্ক।

নিখোঁজ ছাত্রের পরিবার জানায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের মাছ ব্যবসায়ী মহিদুর মিয়ার ছেলে ফয়ছল আহমেদ কালিকাপাড়া আল মদিনা শিশু একাডেমির প্রথম শ্রেণির ছাত্র। গত ১৯ মার্চ সে অসুস্থ হয়ে পড়লে ছুটি নিয়ে বাড়ি যায়। ২৬ মার্চ সকালে বাড়ি থেকে ৫০ টাকা নিয়ে মজা কিনতে দোকানে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা নূরুন্নাহার থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

নিখোঁজ ফয়ছলের মা নূরুন্নাহার জানান, চার ছেলে-মেয়ের মাঝে ফয়ছল সবার বড়। তাদের বাবা আরেক সংসার গড়ে অন্যত্র বসবাস করছেন। তিনি সন্তানদের নিয়ে দন্যতার মাঝে সংসার চালাচ্ছেন। বড় ছেলেকে হারিয়ে তিনি এখন পাগল প্রায় হয়ে পড়েছেন। শুধু বিলাপই যেন তার সম্বল হয়ে উঠেছে। ফয়ছল নিখোঁজের ঘটনায় মাদরাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

তারা জানান, ফয়ছলকে তারা বিভিন্ন স্থানে খুঁজেছেন। এখনো খুঁজছেন। এ ঘটনায় তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। সম্ভব্য সব স্থানে তাকে খোঁজা হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।