মারা গেছেন তৈমূরের ভাগনে রশো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগনে ও নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব রাশিদুর রহমান রশো (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনের সামনে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাশিদুর রহমান রশো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ভাগনে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি হয়ে গ্রেফতার এড়াতে বাড়িছাড়া ছিলেন।

রশোর মৃত্যুতে শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

ভাগনের মৃত্যুতে খন্দকার খোরশেদ বলেন, ‘আমার ভাগনে দীর্ঘদিন ধরে প্রায় ৪০টি রাজনৈতিক মামলার আসামি হয়ে বাড়িছাড়া ছিল। বিভিন্ন সময় কারাবরণও করেছে। আজ থেকে সে একেবারেই মুক্তি পেয়েছে। তাকে আর পালিয়ে থাকতে হবে না।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।