জামালপুরে ট্রেনের ধাক্কায় পুলিশ ভ্যান চুরমার, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৩ ডিসেম্বর ২০২৩

অডিও শুনুন

জামালপুরে ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহসানুল হক (৪৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহসানুল হক জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিং পার হওয়ার সময় পুলিশ ভ্যানটিতে ধাক্কা দেয়। এসময় ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

নাসিম উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।