খাগড়াছড়িতে দুই ইটভাটাকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

খাগড়াছড়িতে অনুমোদনহীন দুই ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটায় পোড়ানোর জন্য মজুত করা ১১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি সদরের কমলছড়ির এবিসি ও আরপিএস ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন। অভিযান পরিচালনাকালে বীজিতলা রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম নিয়াজী তার সঙ্গে ছিলেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ওই দুই ইটভাটা মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ধারামতে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ১১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং তা স্থানীয় ওয়ার্ড মেম্বার সৈকত চাকমার জিম্মায় দেওয়া হয়। একইসঙ্গে বীজিতলা রেঞ্জ অফিসারকে বিধি মোতাবেক জব্দ করা কাঠ নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।