নৌকার প্রার্থী সালাউদ্দীন মিয়াজি

‘ভোটাররা আমাকে বর্জন করলেও দুঃখ থাকবে না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৩

নির্বাচনী এলাকার মানুষ ভোট না দিলেও দুঃখ থাকবে না বলে জানিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে মহেশপুর পৌরশহরের চৌগাছা সড়কের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

নিজের পরিবার ও কর্মজীবন নিয়ে বিস্তারিত তুলে ধরে সালাউদ্দীন মিয়াজি বলেন, আমি ১৯৭৫ সালে ক্যাডেটে ভর্তি হই। এরপর ২০১৭ সাল পর্যন্ত একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে দেশ-বিদেশের মানুষের সেবা করেছি। শেষ তিন বছর প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার বাবা মইনুদ্দিন মিয়াজি এক মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছেন। তিনি এখনো বেঁচে আছেন, মানুষের সেবায় কাজ করছেন।
নৌকার এ প্রার্থী আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মানুষের ভাগ্য উন্নয়নে জীবনের বাকি সময়টা ব্যয় করতে চাই। এখন নির্বাচনী এলাকার মানুষ আমাকে যদি ভোট না দেয়, আমাকে যদি বর্জন করে তাতে কোনো দুঃখ থাকবে না। নৌকা প্রতীক আমি নির্বাচনী এলাকা মহেশপুর ও কোটচাঁদপুর আওয়ামী লীগের হাতে তুলে দিলাম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝিনাইদহ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল আসন্ন নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে পাননি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে আছেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।