কিশোরগঞ্জ

গরু চুরি করে পালানোর সময় ৪ জনকে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৬ ডিসেম্বর ২০২৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চার ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় পিকআপ ভ্যানটি পুড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।

পরে পুলিশ সংকটাপন্ন অবস্থায় আহত চোরদের পার্শ্ববর্তী বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন কুলিয়ারচর উপজেলার তারাকান্দি পূর্বপাড়া এলাকার আল-আমিন, নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের রুবেল মিয়া, রায়পুরা উপজেলার আলগী গ্রামের বাতেন মিয়া ও নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার অহিদ উল্লাহ।

আরও পড়ুন:ওসির জন্য চাঁদা তুলতে গিয়ে গণপিটুনি খেলেন আনসার সদস্য

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকার কৃষক মোতালিব মিয়ার গোয়ালঘর থেকে বাছুরসহ একটি দুধেল গাভি চুরি করে পিকআপ ভ্যানে নিয়ে পালিয়ে যাচ্ছিল চার সদস্যের একটি চক্র। ঘটনাটি টের পেয়ে আগরপুর থেকে ভাগলপুর যাওয়ার সড়কের মধ্যবর্তী এলাকায় পিকআপটির গতিরোধ করে স্থানীয় জনতা। এ সময় পিকআপ ভ্যানটি পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানে থাকা চার ব্যক্তিকে গণপিটুনি দেয় এলাকাবাসী।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বুধবার সকালে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে রাসেল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।