ট্রেনের নিচে ঝাঁপ দিলেন ৫ মাসের অন্তঃসত্ত্বা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমিনরহাট
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

 

লালমনিরহাটের হাতীবান্ধায় স্বামীর সঙ্গে অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আমেনা খাতুন (২৩) নামের এক অন্তঃসত্ত্বা নারী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেললাইনের হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাফেজ সাহেবের মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমেনা খাতুন উপজেলার গড্ডিমারী ইউনিয়নের জুম্মাপাড় এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ডাকালীবান্দা এলাকার রোকন উদ্দিনের স্ত্রী। আমেনা খাতুন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের আট মাস পর থেকে আমেনা খাতুন ও রোকন উদ্দিনের মধ্যে কলহ শুরু হয়। এরই জের ধরে স্বামীর সঙ্গে অভিমান করে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বড়খাতা মাজার এলাকার রেললাইনে আসেন আমেনা। তিনি স্থানীয় অনেকের কাছে ট্রেন আসার সময় জানতে চান। পরে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনের সামনে ঝাঁপ দেন আমেনা খাতুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেললাইন থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন।

লালমনিরহাট রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বলেন, মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।