জামালপুরে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক গ্রেফতার
জামালপুরে নাশকতা পরিকল্পনার মামলায় গ্রেফতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেলকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের দেওয়ান পাড়া থেকে তাকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে (রুমেল) তার মামাবাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাশকতা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
নাসিম উদ্দিন/এনআইবি/এএসএম