মেয়র আব্দুল খালেক

‘নৌকার বিরোধিতা করে দলে থাকবেন তা হতে পারে না’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৯ ডিসেম্বর ২০২৩

এবার ভোট সংগ্রহের নির্বাচন হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নৌকার বিরোধিতা করে দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন তা হতে পারে না। নেতাকর্মীরা সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কেন্দ্রে যেতে উৎসাহিত ও সহায়তা করবেন। আমাদের আবারও নৌকাকে জিতিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তালুকদার আব্দুল খালেক বলেন, মোংলা-রামপাল জনপদের মানুষের ভোটে আমি ও আমার স্ত্রী হাবিবুন নাহার সাতবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছি। এরমধ্যে আমি চারবার ও আমার সহধর্মিণী হাবিবুন নাহার তিনবার নির্বাচিত হয়েছি। তাই এবারও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুন নাহারকে পুনরায় নৌকা প্রতীক দিয়েছেন।

তিনি আরও বলেন, রাজাকার আলবদরদের কোনো শক্তিই নেই, তারা অতীতে যেমন কিছুই করতে পারেনি, তেমনি ভবিষ্যতেও পারবে না।

প্রশাসনকে উদ্দেশ্য করে মেয়র খালেক বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা প্রয়োজন আপনারা শুধুমাত্র তাই করবেন। এর ব্যতিরেকে কারো হয়ে কোন পক্ষপাতমূলক কর্মকাণ্ড করবেন না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন- বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়।

আবু হোসাইন সুমন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।