নারায়ণগঞ্জ

শুল্ক ফাঁকি দিয়ে আসা দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার ভোরে ফতুল্লার পাগলা বাজার সংলগ্ন কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ২৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

আটকরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৫৬) ও মো. জুয়েল মাতাব্বর (২৬)।

খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যায় কোস্টগার্ড। রাতে ধলেশ্বরী ব্রিজের টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় র্যাব। পরদিন ভোরে এসএ পরিবহনের পার্সেলবাহী একটি কাভার্ডভ্যান থামার জন্য সংকেত দিলে ভ্যানটি দ্রুত চলে যায়।

পরে কোস্টগার্ডের আভিযানিক দলটি ধাওয়া দিয়ে সেটি জব্দ করে। সেই সঙ্গে কাভার্ডভ্যানটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা শাড়ি-কাপড়, চাদর, শার্ট ও রেজারসহ বিপুল পরিমাণ পণ্য পাওয়া যায়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪৭ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিদের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।