দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার হলেন বাগেরহাটের আশরাফুল আলম
বিশেষ অবদানের জন্য বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম দেশসেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন।
শনিবার (৯ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির আয়োজনে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে এ সম্মাননা তুলে দেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে সংগঠনটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সম্মাননা পেলেন মাদক মামলার আসামি!
এ সময় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পদক আপনার মেধা ও কাজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছেন। আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে ও কর্মস্থলে নিজেকে আরও উন্নতিসাধন করবেন। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করি।
সম্মাননা পেয়ে এসএম আশরাফুল আলম বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে যে মূল্যায়ন করা হলো আমি পুলিশ বাহিনীর উপর সারাজীবন কৃতজ্ঞ থাকবো। এ সম্মাননা আমার আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ কর্মদক্ষতা অর্জনে আরও বেশি সহায়ক হবে বলে আমি আশা করি।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু হোসাইন সুমন/এনআইবি/জেআইএম