ভোমরায় কেজিতে ৫০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
ভারতের রপ্তানি বন্ধ ঘোষণার একদিনের মধ্যে সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। এনিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। ভোমরা স্থলবন্দরে পাইকারিতেও বেড়েছে পেঁয়াজের দাম।
জেলার সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০-৮০ টাকায়। রপ্তানি বন্ধ ঘোষণার পর শনিবার সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা। শনিবার সে পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি হয়।
এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আড়তগুলোতে পাইকারিতে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। শুক্রবার বন্দরে ৭০-৯০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার ১৪৫-১৬০ টাকায় বিক্রি হয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জাগো নিউজকে জানান, বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট সুযোগ বুঝে দাম বাড়াচ্ছেন। সরকারের উচিৎ ভারতের সঙ্গে কথা বলে দ্রুত পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা।
আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম