আখাউড়া স্টেশনের প্ল্যাটফর্ম ঘষতে ঘষতে থেমে গেলো ট্রেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৩৪ এএম, ১০ ডিসেম্বর ২০২৩

নির্মাণে ত্রুটি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্ম ঘেঁষে চলেছে ট্রেন। শনিবার (৯ ডিসেম্বর) রাতে প্ল্যাটফর্ম ঘষতে ঘষতে ট্রেন চলতে থাকলে ত্রুটি ধরা পড়ে। এতে ঝাঁকুনি খেয়ে ট্রেন থেমে গেলেও বড় ধরনের কোনো সমস্যা হয়নি।

একাধিক সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম অভিমুখী একটি কনটেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের পাঁচ নম্বর লাইনে ঢোকে। প্ল্যাটফর্মের কিছু অংশ যাওয়ার পরই ট্রেনটির ঘষা লাগতে থাকে। এতে ট্রেনটি ঝাঁকুনি খায় ও একপর্যায়ে থেমে যায়। ট্রেনটি পেছনের দিকে এনে অপর একটি লাইন দিয়ে চালানো হয়।

কেবিন স্টেশনমাস্টার মো. খায়রুল ইসলাম জাগো নিউজকে বলেন, কনটেইনার ট্রেনটির সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতার মিল না থাকায় ঘষা খায়। তবে এতে তেমন কোনো সমস্যা হয়নি। ট্রেনটি পরে অন্য লাইন দিয়ে চালানো হয়।

আখাউড়া রেলওয়ে জংশনে চলমান উন্নয়ন কাজে প্রতিবন্ধীসহ বৃদ্ধদের জন্য আলাদা সিঁড়ি না থাকা এবং বেশকিছু নির্মাণ ত্রুটি দেখা যাচ্ছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।