লালমনিরহাটে ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

লালমনিরহাটে কালীগঞ্জে ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি সচল করা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটমারী স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হলে এ পথে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

jagonews24

ভোটমারী স্টেশন মাস্টার নুর নবী বলেন, সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ৬৫৬৬ নম্বর কমিউটার ট্রেনটি ভোটমারী স্টেশনের কাছে এলে বিকল হয়ে যায়। পরে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে যোগাযোগ করা হলে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রবিউল হাসান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।