সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেল ‘হোটেল সায়মন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩

তৃতীয়বারের মতো সর্বোচ্চ ভ্যাটদাতার (মূল্য সংযোজন কর) সম্মাননা পেয়েছে হোটেল ‘সায়মন বিচ রিসোর্ট’। রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেলের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এক্সাইজ ভ্যাট আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ড. এস এম হুমায়ন কবির।

ভ্যাট কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে এসময় এক্সাইজ ভ্যাট একাডেমির মহা পরিচালক সুরেশ চন্দ্র বিশ্বাস, কর অঞ্চল-১ এর কমিশনার মোয়াজ্জেম হোসেন, দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল বলেন, নতুন বছরে নতুন করে যাত্রা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত পর্যটনের পথিকৃৎ সায়মন। জানুয়ারিতে সায়মন হেরিটেজ নামে পর্যটনখাতে যুক্ত হবে আরও একটি পর্যটনসেবী প্রতিষ্ঠান।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।