জামালপুরে নতুন পেঁয়াজ ১৭০ টাকা কেজি, পুরোনো ২২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৩

ভারত থেকে রপ্তানি বন্ধের ঘোষণায় সারাদেশের মতো জামালপুরেও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। তিনদিনের ব্যবধানে নতুন পেঁয়াজ কেজিতে ৭০-৯০ টাকা বেড়ে ১৪০-১৭০ টাকা এবং ১২০ টাকার পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকায়।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে জামালপুর সদর ও সরিষাবাড়ীর বিভিন্ন পেঁয়াজের বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতাসহ খুচরা ব্যবসায়ীরা।

জামালপুর পৌরবাজারের পেঁয়াজ ব্যবসায়ী সবুজ মিয়া জানান, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে হঠাৎ করেই রাতারাতি দাম বেড়ে গেছে। তারা কিনছেন বেশি দামে, বিক্রি করছেন ১০ টাকা লাভে। তারপরও চাহিদামতো পেঁয়াজ না পাচ্ছেন না তারা।

সরিষাবাড়ীর আরামনগর বাজারে গিয়ে কথা হয় শামসুন্নাহার নামের এক ক্রেতার সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘হঠাৎ পেঁয়াজের বাজারে আগুন লেগেছে। তিনদিন আগেও এ বাজার থেকে দেশি পুরোনো পেঁয়াজ কিনেছি ১০০-১২০ টাকায়। এখন সেই পেঁয়াজ কিনছি ২০০-২২০ টাকায়। পাতাসহ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। জানি না পেঁয়াজের দাম আদৌ কমবে কি না।’

Jamal-(2).jpg

এ বিষয়ে জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, লোকবল কম থাকায় তারা নিয়মিত বাজার মনিটরিং করতে পারেন না। তবে পেঁয়াজের বাজার যথাসাধ্য মনিটরিং করা হচ্ছে। এতে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসছে। তবে কোনোভাবেই পেঁয়াজের কেজি ২২০ টাকা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এরআগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানায়, পেঁয়াজ রপ্তানি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

নাসিম উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।