আশুলিয়ায় বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৩ এপ্রিল ২০১৬

রাজধানীর অদূরে আশুলিয়ায় একটি বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই বিদ্যালয়টির ১১টি শ্রেণিকক্ষসহ শিক্ষা উপকরণ পুড়ে গেছে। শনিবার দিনগত রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যালয়টির অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, শনিবার গভীর রাতে বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন ছড়িয়ে পড়লে স্কুলের ১১টি কক্ষ এবং সকল শিক্ষা উপকরণ পুড়ে যায়। তবে কারা আগুন দিয়েছে সে ব্যাপারে কোনো ধারনা নেই আমাদের।

asulia-school

খবর পেয়ে রোববার সকালে ক্ষতিগ্রস্থ বিদ্যালয়টি পরিদর্শন করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে জড়িতদের কাউকে শনাক্ত কিংবা আটক করতে পারেনি।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, এ ঘটনায় কারা জড়িত সে বিষয়ে তদন্ত চলছে। স্কুলের মালিকানা নিয়ে কোনো বিরোধ ছিল কি না সেটি জানার চেষ্টা চলছে।

আল-মামুন/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।