লালমনিরহাটে নবম শ্রেণির ছাত্রকে গলাটিপে হত্যা
লালমনিরহাটের হাতীবান্ধায় পূর্ব শত্রুতার জের ধরে নবম শ্রেণির ছাত্র ইব্রাহীমকে (১৪) গলাটিপে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইব্রাহীম উপজেলার আমঝোল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। রোববার ভোরে উপজেলার দইখাওয়া আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আবু বক্কর (১০) ও তার দাদী ধওলী বেগম (৫০)। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত নান্নু মিয়া (৪০) পালাতক রয়েছেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ফতেপুর গ্রামের সাহেদ জামানের ছেলে।
আহত আবু বক্কর জানান, আমার খালু নান্নু মিয়ার সঙ্গে বাবার কিছুদিন ধরে চলে আসছিল। রোববার ভোরে আমাদের ঘরে তিনি প্রবেশ করেন তিনি। এসময় আমি তার কাছে গেলে তিনি আমার গলাচিপে ধরে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর কিছু বলতে পারছি না।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে দেলোয়ারের ছোট ছেলে আবু বক্করকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
রবিউল হাসান/এআরএ/এমএস