ফেনীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২২ এএম, ১২ ডিসেম্বর ২০২৩

 

ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে দাঁড়িয়ে থাকা গ্রীন টাউন সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সালাউদ্দিন মোড় এলাকার মুক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আগুনে গাড়ির ভেতরে সিটসহ অধিকাংশ পুড়ে যায়।

বাসচালক রুবেল জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় বাসটি (ঢাকা মেট্রো জ ০৬-০১৩৩) রাস্তার পাশে পার্কিং করে বাড়িতে যান। ঘণ্টাখানেক পরেই আশপাশের মানুষের চিৎকারে বাড়ি থেকে বের হয়ে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় সবাই মিলে আগুন নেভাতে পারলেও গাড়ির অধিকাংশ পুড়ে যায়। আগুণ নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়েই আমরা ছুটে যাই। তবে, এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। গাড়িটির অধিকাংশ পুড়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায়। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ফেনীতে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধে পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আবদুল্লাহ আল-মামুন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।