মালয়েশিয়ায় পাচারের সময় ২৪ রোহিঙ্গা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিনগত রাতের শেষভাগে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার হাজমপাড়ার একটি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম মঙ্গলবার রাতে বাহারছড়া হাজমপাড়া পাহাড়ি এলাকা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করে। তারা মানবপাচারকারী দালালদের আস্তানায় ছিলেন। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া যেতে তারা ঘর ছাড়ে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।