চাঁপাইনবাবগঞ্জে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়।

এ সময় আদালত চত্বর, পাশের নিউমার্কেটসহ আশপাশের এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুন: খুলনায় এজলাসে অগ্নিসংযোগ

ঘটনার পর জেলা ও দায়রা জজ আদিব আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসন একেএম গালিব খান, পুলিশ সুপার ছায়েদুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সোহান মাহমুদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।