খুলনায় এজলাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৩

খুলনার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ভোরে মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এসময় আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা আগুনে পুড়ে যায়।

jagonews24

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, এজলাসে বাইর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

আলমগীর হান্নান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।