জেএসএস সমর্থিত উষাতনের প্রার্থিতা প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটির আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ঊষাতন তালুকদার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে হেভিওয়েট এ প্রার্থী সশরীরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন।

জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার বলেন, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। এ অবস্থায় দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

প্রত্যাহারপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা ও সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।

রাঙ্গামাটির রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আমরা তা গ্রহণ করেছি। বর্তমানে নির্বাচনে চারজন প্রার্থী রয়েছেন।’

ঊষাতন প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মিজানুর রহমান।

২০০৮ সালে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নেন আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) নেতা ও সাবেক শান্তিবাহিনীর গেরিলা কমান্ডার ঊষাতন তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে তিনি বিজয়ী হন। পরে ২০১৮ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগের প্রর্থীর কাছে পরাজিত হন।

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।