নরসিংদীতে নিষিদ্ধ ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
নরসিংদীতে নিষিদ্ধ দুই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আতাহার আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে রেল স্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেটের নিউ তাঈফ সুজ এর সামনে থেকে তাকে আটক করা হয়।
আতাহার আলী কুষ্টিয়া কুমারখালী উপজেলার মৃত হালিম মন্ডলের ছেলে।
আরও পড়ুন: রাজশাহীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হেরোইন ইয়াবা’র পর নতুন আমদানীকৃত মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট নরসিংদীতে ছড়িয়ে পড়ছে। এসব মাদক সরবরাহ রোধ করতে গোপন সংবাদের ভিত্তিত্তে ডিবি পুলিশের একটি দল নরসিংদী মডেল থানাধীন রেল ষ্টেশন রোড সংলগ্ন ব্রাদার্স মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আতাহার আলী গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
নরসিংদী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সঞ্জিত সাহা/এনআইবি/এএসএম