মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩
ফাইল ছবি

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটমুখী বাসচাপায় তারা শেখ (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার ঘিওর উপজেলার জোঁকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারা শেখ জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদুয়ারা এলাকার সূর্য শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাটুরিয়াগামী সিএনজি চালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ভিলেজ লাইন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান চালক তারা শেখ।

নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.এম খোরশেদ/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।