জয়পুরহাটে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় মামলা
জয়পুরহাটে রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।
এরআগে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উত্তরা এক্সপ্রেস জামালগঞ্জ রেলস্টেশন থেকে জয়পুরহাট রেলস্টেশন অভিমুখে ছেড়ে গেলে একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।
জয়পুরহাট রেলস্টেশন ও রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ট্রেনটি জামালগঞ্জ রেলস্টেশন থেকে জয়পুরহাট রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চলন্ত ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে, ফায়ার সার্ভিসের লোকজন ও দাঁড়িয়ে থাকা যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসআর/এএসএম