লাঙ্গলের জন্য নৌকা ছাড়লেন স্বামী, মাঠে লড়বেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন গোলাম মোস্তফা। জাতীয় পার্টিকে এ আসনটি ছেড়ে দেওয়ায় মনোনয়ন প্রত্যাহার করেছেন তিনি। তবে গোলাম মোস্তফা মনোনয়ন প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা।

মার্জিয়া সুলতানা জেলা যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ৪ নভেম্বর মার্জিয়া সুলতানার মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। এরআগে একই আসনে মার্জিয়া সুলতানা ও তার স্বামী গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দেন।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফার মনোনয়ন প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ।

আসনটিতে মার্জিয়া সুলতানাসহ প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৯ জন। তারা হলেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হুকুম আলী খান, জাতীয় পার্টির রানা মোহাম্মদ সোহেল, তৃণমূল বিএনপির খলিলুর রহমান,বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর ও গণতান্ত্রিক পার্টির খলিলুল হক।

এ বিষয়ে মার্জিয়া সুলতানা বলেন, ‘এ আসনে ৯ প্রার্থীর মধ্যে আমিই একমাত্র নারী। নারী ভোটাররা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। এছাড়া আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি। কলেজের সাবেক শিক্ষক হিসেবে আমার অনেক শিক্ষার্থী, অভিভাবক, শুভকাঙ্ক্ষী রয়েছেন। আমার বাবার বাড়ি, শ্বশুরবাড়ি নির্বাচনী এলাকায়। এ আসনে আমার স্বামী গোলাম মোস্তফা একজন সফল সংসদ সদস্য ছিলেন। দুইবার দলীয় মনোনয়ন পাওয়ার পরও দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করেছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারী জেলার চারটি আসনে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে ১০ জনের মনোনয়ন বাতিল ও ২৭ জনের বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান আরও সাতজন। রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চারটি আসনে সাতজন মনোনয়ন প্রত্যাহার করেন। বর্তমানে নীলফামারী-১ আসনে সাতজন, নীলফামারী-২ আসনে চারজন, নীলফামারী-৩ আসনে ৯ জন ও নীলফামারী-৪ আসনে সাতজনসহ মোট ২৭ প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।