নাটোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো সেনাবাহিনী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৩

নাটোরের সিংড়ার চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ২৬ পদাতিক ব্রিগেডের ১৭ ইস্টবেঙ্গল রেজিমেন্ট।

সোমবার (১৮ ডিসেম্বর) সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে ৬০০ শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম ও ১৭ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমদ সাদী।

সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় জনসাধারণ।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।