রোগী দেখতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী


প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি রোগীকে দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। শনিবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী ওই কিশোরী ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের  ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)  চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, শনিবার ওই কিশোরী হাসপাতালের ৫ম তলার গাইনি ওয়ার্ডে পরিচিত এক রোগীকে দেখতে আসেন। কিন্তু তিনি পথ ভুল করে ৬ষ্ঠ তলার চিলেকোঠায় উঠে যান। সেখানে থাকা তিন তরুণ তাকে একা পেয়ে নির্যাতন চালায়। পরে ভুক্তভোগীয় আত্মীয় ফরিদপুর কোতয়ালী থানায় বিষয়টি জানান।

এবিষয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওয়ার্ড ইন চার্জ মো. কাউসার জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে কিশোরীকে এখানে ভর্তি করা হয়।

হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির জানান,  ভিক্টিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আনুসঙ্গিক আরো কয়েকটি পরীক্ষা করার পর মঙ্গলবার নাগাদ এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়া সম্ভব হবে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীর শারিরীক পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে তাকে ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি।

এস.এম. তরুন/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।