নড়াইলে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৬:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

নড়াইলের সদর উপজেলার উত্তর পঙ্কবিলা গ্রাম থেকে ৬০০ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলে কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন-মফিজ মিয়া (৬৫) ও আশিকুর মোল্যা (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া ইউনিয়নের উত্তর পঙ্কবিলা গ্রামের মফিজ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি মফিজ মিয়ার নিকট থেকে ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এর আগেও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গ্রেফতার মফিজ মিয়া মাদক সংরক্ষণ ও তার ছেলে সরবরাহের সঙ্গে যুক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

হাফিজুল নিলু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।