নৌকায় ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি দিলেন আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:০০ পিএম, ২০ ডিসেম্বর ২০২৩

নৌকায় ভোট না দিলে নির্বাচনের পর ভাতা বন্ধের হুমকি দিয়েছেন হাতেম আলী তারা নামের এক আওয়ামী লীগ নেতা। তিনি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার এমন বক্তব্যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে ভোটারদের মধ্যে।

এরআগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বারুয়ামারী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসব কথা বলেন হাতেম আলী। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ অনেকে।

ছড়িয়ে পড়া ভিডিওতে সাধারণ ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা হাতেম আলীকে বলতে শোনা যায়, ‘গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে ডাকা হবে। তাদের কেউ যদি না আসে ভিডিও করে সেই ফুটেজ চেক করে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি মনোনয়ন আনতে পারেননি। মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি মনোনয়ন আনতে পারেননি, আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না। যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হাতেম আলী তারা ফোনে জাগো নিউজকে বলেন, ‘এটা আমার ভুল হয়েছে। এ ধরনের ভুল (আগে) কখনো হয়নি। কান কথা শুনে এই ভুলটা করেছি।’

লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘আমি মিছিলে উপস্থিত ছিলাম। মিছিল শেষে অনেকেই বক্তব্য দিয়েছেন। তবে হাতেম আলী তারা কী বলেছেন আমি শুনিনি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। এ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাসিম উদ্দিন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।