বগুড়ায় বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৪ এপ্রিল ২০১৬

বগুড়ার শেরপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার গাড়িদহ জোয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জোয়ানপুর গ্রামের একটি বাড়িতে রোববার রাত ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে পুলিশ, র‌্যাব, সিআইডি, পিআইবি টিম এলাকা ঘিরে রেখেছে।

জিএমবি বড় কোনো ধরনের নাশকতা ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং ১০টি গ্রেনেড পাওয়া গেছে। আরও গ্রেনেড পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লিমন বাসার/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।