ফরিদপুর

পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২২ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

ফরিদপুর-৩ (সদর) আসনে পোস্টার লাগানোর সময় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের উমেদিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আজিজ শেখ (৩০)। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

jagonews24

স্থানীয়রা জানান, ওমেদিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের ঈগল প্রতীকের পোস্টার লাগানোর সময় রুহুল ও টিপুর নেতৃত্বে ৪-৫ জন যুবক আজিজ শেখের ওপর হামলা করেন। তারা সেখানে ঈগলের কোনো পোস্টার লাগানো যাবে না বলে হুমকি দেন। এসময় পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় আজিজকে। তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানতে পারিনি। বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।