নৌকা প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন সদর থানা বিএনপির সদস্য দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাভলু মিয়া। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির সহসভাপতি মৃত ফারুক আহমেদের ছোট ভাই।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ফারুক আহমেদের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তৃতাকালে তিনি নৌকা প্রার্থীর পক্ষে ভোট চান। এসময় উপস্থিত ছিলেন বিগত নির্বাচনে মহাজোটের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মনির।

লাভলু মিয়া তার বক্তৃতায় বলেন, ‘বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন আমাকে এবং আমার পরিবারের লোকদের চরমভাবে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন। তিনি এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এবার তাকে আর নির্বাচিত হতে দেওয়া হবে না। ছানোয়ার হোসেনকে মানুষের মতো দেখা যায় না, তাকে জলহস্তির মতো দেখা যায়। জেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক সাহেবের নির্দেশে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘টাঙ্গাইলের মানুষ জানে রাজনৈতিকভাবে আমি (লাভলু) একটি দল করি। কিন্তু আজকে উনি (এমপি ছানোয়ার) যেভাবে আমাদের ওপর অত্যাচার-নির্যাতন করছেন, আমার পরিবারের ওপর স্টিম রোলার চালিয়েছেন, তার প্রতিবাদের ফসল হচ্ছে আগামী ৭ তারিখের নির্বাচন। এই ক্ষেত্রে উনাকে পরাজিত করতে হবে। উনাকে বোঝাতে হবে নির্বাচনে হেরে গেলে তার যন্ত্রণা কী।’

আরিফ-উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।