ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের মধুখালীতে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর সুগার মিলস্ লিমিটেডের (৪৮ তম) আখ মাড়াইয়ের উদ্বাধন করা হয়েছে।

শুক্রবার (২২ ডিসম্বর) বিকাল সাড়ে ৫টায় ফরিদপুরের চিনিকলে আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ জানান, চলতি মৌসুমে ৫০ কার্যদিবসে ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে শতকরা ৬.২৫ শতাংশ চিনি আহরণ করে তিন হাজার ১২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর আখ রোপণের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার পাঁচশ একর। তবে দুই হাজার পাঁচশ একর জমি চাষের আওতায় আনা হয়েছে।

ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুলুল্লাহর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসি সদর দপ্তরের চেয়ারম্যান (গ্রড-১) শেখ শোয়েবুল আলম এসডিসি। বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির সদর দপ্তরের অপারেটিং ডিরেক্টর রুহুল আমিন, মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা বীর মুক্তিযাদ্ধা হামিদুর রহমান, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মো. শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, ফরিদপুর চিনি কলের (ফচিক) মহাব্যবস্থাপক (কৃষি) মো. আনিসুজ্জামান ও প্রবীণ আখচাষী মো. মোতালেব হোসেন ফকির প্রমুখ।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।