বিএনপি-জামায়াতের কাছে নিষ্পাপ শিশুও নিরাপদ নয়: আইনমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর বিএনপি-জামায়াত আবারও হত্যাযজ্ঞে নেমেছে। সম্প্রতি ট্রেনের বগিতে আগুন লাগিয়ে ৪ জনকে তারা হত্যা করেছে। নিষ্পাপ শিশুও তাদের কাছে নিরাপদ না।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে কর্মমঠ উচ্চবিদ্যালয় মাঠে তার নির্বাচনী সভায় এ কথা বলেন।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯৬ সালের ২৩ জুন পর্যন্ত এ দেশে হত্যাযজ্ঞ ও দুঃশাসনের লীলাখেলা চলেছে। নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানুষকে অকাতরে বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। লাশ পর্যন্ত পরিবার বা পিতা-মাতার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান। যারা হরতাল অবরোধ ও অসহযোগ ডেকেছেন, সাবধান হয়ে যান। এ দেশে আইন আছে, আইনের শাসন আছে। আপনারা যা করছেন তা রাষ্ট্রদ্রোহী। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের মানুষ আবার অন্যায়ের বিরুদ্ধে লড়বে।

আনিসুল হক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্র কিন্তু ঘরের ভেতরে ষড়যন্ত্র। আমার বুকের ভেতরে ষড়যন্ত্র। বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সভায় আখাউড়া উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা ছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।